ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

গোল্ডেন বুট-গোল্ডেন গ্লাভস দুই মার্টিনেজের দখলে, বল হামেসের

খেলা | ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:২০

অনলাইন ডেস্ক


টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাওতারো মার্টিনেজ। জিতলেন গোল্ডেন বুটও। আর এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠলো গোল্ডেন গ্লাভস। তবে গোল্ডেন বলটা দখলে নিয়েছেন রানার্সআপ কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্টিনেজ ৫ ম্যাচে ৪ গোল করে এমনিতেই ছিলেন গোল্ডেন বুটের প্রধান দাবিদার। ফাইনালে আরো এক গোলের পর তার ধারেকাছেও ছিল না কেউ। প্রথমবার জিতলেন এই পুরস্কার। আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই মূল ম্যাচে বল জালে ঢুকতে দেননি তিনি। তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া হামেস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়। আসরে ১ গোল ও ৬ অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com