
পদত্যাগ করলেন ইংল্যান্ড কোচ সাউথগেট
খেলা | ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৬:৫৩
অনলাইন ডেস্ক
পদত্যাগ করেছেন ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট। দুইদিন আগেই তার অধীনে ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে ফাইনাল হারে ইংলিশরা।
পদত্যাগের ব্যাখায় সাউথগেট বলেন, ‘এটা পরিবর্তনের সময়, নতুন অধ্যায়ের সময়। রবিবার স্পেনের বিপক্ষে ইউরোর ফাইনাল ইংল্যান্ডের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ।’
২০১৬ সালে ইংল্যান্ডের কোচ হন সাউথগেট। তাকে ইংলিশদের সর্বকালের অন্যতম সেরা কোচ বলেন অনেকে। তার অধীনে গত ৮ বছরে ৫টি মেজর টুর্নামেন্টের মধ্যে ৩টিতে সেমিফাইনাল ও দুটিতে ফাইনাল খেলেছে ইংলিশরা।