ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কোটা আন্দোলন নিয়ে যা বলছেন মুশফিক-তামিম-আফিফরা

খেলা | ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৭:০০

অনলাইন ডেস্ক


দেশজুড়ে চলছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। এরই মধ্যে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে মারা গেছেন ৬ জন। এই অবস্থায় জাতীয় দলের ক্রিকেটাররা শান্তি খুঁজছেন। দেখে নেওয়া যাক ক্রিকেটাররা কে কি বলছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানের। ফেসবুকে তিনি লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com