
ভিনির সঙ্গে মানিয়ে খেলবেন, জানালেন এমবাপ্পে
খেলা | ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ২:৩১
অনলাইন ডেস্ক
রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইউরো শেষ হতেই তাকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এরপর সংবাদ সম্মেলনে ফ্রান্সম্যান জানিয়েছেন, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে আপত্তি নেই তার।
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গে খেলেন। ব্যালন ডি’অরের এই অন্যতম দাবিদার সময়ের সেরা লেফট উইঙ্গার। আবার কিলিয়ান এমবাপ্পেও একই পজিশনে খেলতে পছন্দ করেন। যদিও রাইট উইঙ্গ এবং সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলেও অভ্যস্ত তিনি।