
ব্যাটিংয়ে উন্নতি জ্যোতি-স্বর্ণার, বোলিংয়ে অবনতি সবার
খেলা | ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৫:২৩
অনলাইন ডেস্ক
এবারের নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে পুরো আসরেই ব্যাট হাতে দারুণ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার দরুণ টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি।
গতকাল নারী ক্রিকেটারদের র্যা ঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছেন জ্যোতি। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে প্রথম ৪৫ জনের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাটার তিনি।
গত সপ্তাহে নারী এশিয়া কাপে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানে জিতে শেষ চারে জায়গা করে নেয় তারা। ওই ম্যাচে ২ ছক্কা ও ৫ চারে ৩৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন জ্যোতি। সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার। পুরো আসরে শুধু ভারতের সঙ্গেই আউট হন জ্যোতি।
একই ম্যাচে ১৮ বলে ১৯ রান করেন স্বর্ণা আক্তার। ১০ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি।