ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সোনিয়া পুলে নামছেন আজ ইমরানুর কি পারবেন নিজেকে ছাড়িয়ে যেতে?

খেলা | ৩ আগস্ট ২০২৪, শনিবার, ১২:০৭

অনলাইন ডেস্ক


১০০ মিটার স্প্রিন্টে আজ ট্র্যাকে নামবেন স্প্রিন্টার ইমরানুর রহমান। স্তেদা ফ্রান্সের ট্র্যাকে এক নম্বর হিটে দৌড়াবেন বাংলাদেশের দ্রুততম মানব। তার আগে গতকাল মূল ট্র্যাকে প্রথম বারের মতো অনুশীলন করেন এই স্প্রিন্টার। অনুশীলনে পাশে পেয়েছেন তার বৃটিশ কোচ স্টিভেন হাওয়ার্ড ও ফিটনেস ট্রেইনার রবার্ট আলীকে। ইমরানের ইভেন্টের জন্য গতকাল প্যারিস এসেছেন তারা। এদিকে বাংলাদেশের আরেক সাঁতারু সোনিয়া খাতুন পুলে নামছেন আজ। লা দিফঁসে ৫০ মিটার ফ্রি স্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিং করাই লক্ষ্য সোনিয়ার। অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। সারা বিশ্বের চোখ থাকে এই ইভেন্টের দিকে। কে হচ্ছেন অলিম্পিকের দ্রুততম মানব। তবে এবার উসাইন বোল্ট, শেলি অ্যান ফ্রেজারের মতো তারকা নেই।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com