
মার্তার আক্ষেপ, দিলেন বিদায়ের ইঙ্গিত
খেলা | ১১ আগস্ট ২০২৪, রবিবার, ১১:১৩
অনলাইন ডেস্ক
অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে ফের ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। ১-০ গোলে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সেলেসাওদের। ১৯৯৬ সালে মেয়েদের ফুটবল এই ক্রীড়া মহাযজ্ঞে অন্তর্ভুক্তির পর চারবারই শিরোপা জিতেছে মার্কিন মেয়েরা। অন্যদিকে তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই রুপা নিয়ে বাড়ি ফিরতে হলো ব্রাজিলকে।
এর মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি মার্তার শেষ বড় আসরটিও শেষ হলো হতাশায়। ২০০৪, ২০০৮ সালের পর এবার- তিনবারই ব্রাজিল দলে ছিলেন মার্তা। ব্রাজিলের সর্বকালের সেরা নারী ফুটবলার, ব্রাজিলের সফলতম স্কোরার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন এই মহাতারকার ক্যারিয়ার শেষ হচ্ছে বড় কোনো দলীয় সাফল্য ছাড়াই।