
বিসিবি’র বিষয়ে যে সিদ্ধান্ত আসিফ মাহমুদের
খেলা | ১২ আগস্ট ২০২৪, সোমবার, ১:১৪
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বায়ত্তশাসিত সংস্থা। নিজেদের গঠনতন্ত্র ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম মেনে চলে সংস্থাটি। আইসিসি’র নিয়ম অনুসারে এখানে সভাপতিসহ বোর্ড পরিচালকদের নির্বাচিত হয়ে আসতে হয়। তাই কেউ চাইলেই এটি ভেঙে দিয়ে বা জোর করে নতুন কাউকে দায়িত্ব দিতে পারবে না। সেটি হলে সরাসরি আইসিসি বাংলাদেশ ক্রিকেটের ওপর আরোপ করতে পারে নিষেধাজ্ঞা। যে কারণে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধিরে চলো নীতি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল নিজের দপ্তরে প্রথম এসে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের বিষয়ে তিনটি সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এর মধ্যে বিসিবি ও বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্যতম। বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন সরকার পরিবর্তনের আগেই চলে গেছেন অন্তরালে। শুধু তাই নয়, বেশির ভাগ বোর্ড পরিচালকও গা ঢাকা দিয়েছেন।