
‘মেধার ভিত্তিতেই দলে সাকিব’
খেলা | ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:৫২
অনলাইন ডেস্ক
ক্রিকেট খেলার পাশাপাশি রাজনীতিতে জড়ান সাকিব আল হাসান। সরকারি দলের হয়ে নির্বাচন করে বনে যান এমপি। অশোভন আচরণ, জুয়ার কারণে নিষিদ্ধ হওয়াসহ মাঠে ও বাইরের বিতর্ক দেশের সেরা এই ক্রিকেটারের ক্যারিয়ার জুড়েই। তবে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের নিহত হওয়ার ঘটনায় নীরব থাকার কারণে। শেষপর্যন্ত পতন হয় শেখ হাসিনা সরকারের সেইসঙ্গে শেষ হয় সাকিবের সংসদ সদস্য পদও। দাবি ওঠে তাকে যেন আর দেশের ক্রিকেটে ফেরানোর না হয়। বলা হচ্ছিল ছুটির ঘণ্টা বাজছে বিশ্বের অন্যতম সেরাদের তালিকায় থাকা এই ক্রিকেটারের। তাকে শাস্তির আওতায় আনাও ছিল সময়ের দাবি। তবে শেষ পর্যন্ত রাজনীতি নয়, তাকে রক্ষা করেছে ক্রিকেটই। মাঠে তার পারফরম্যান্স, দেশের হয়ে ক্রিকেটে তার অবদান, মেধার বিবেচনাতে টিকে গেছে তার ক্রিকেট ক্যারিয়ার।