ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

চালু হলো লোকাল ট্রেন

সারাদেশ | ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:৫৭

অনলাইন ডেস্ক


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতায় বন্ধ থাকার পর আজ মঙ্গলবার আবারও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল থেকেই সারাদেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। এর আগে গতকাল সোমবার সারা দেশে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com