ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয় হার এইচপির

খেলা | ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৭:৩১

অনলাইন ডেস্ক


ব্যাটিংয়ে থিতু হতে পারলেন না কেউ। স্বল্প লক্ষ্য নিয়ে বোলাররা ভালো শুরু করলেও পরে খেই হারালেন। এতে করে অস্ট্রেলিয়ায় টানা দুই ম্যাচে হারলো বাংলাদেশ এইচপি দল। সোমবার ডারউইনের টিআইও স্টেডিয়ামে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল। ১৪৮ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই টপকে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। প্রথম ম্যাচ জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচ হারলো বাংলাদেশ। ৯ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান এখন ৮ নম্বরে। এই মাঠেই আজ অস্ট্রেলিয়া ক্রিকেট টেরিটরির মুখোমুখি হবে বাংলদেশ এইচপি। ১৪৮ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারে অ্যাডিলেড ওপেনার জশ কানকে ফেরান রিপন মন্ডল। শুরুর ধাক্কা সামাল দিলেও রানের গতি বাড়াতে পারছিলেন না উইন্টার ও নোয়াহ ম্যাকফেইডেন। প্রথম ১০ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬২। ১১তম ওভারে বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের বলে দুটি করে চার-ছক্কা মেরে খোলস ছেড়ে বের হন উইন্টার। এরপর আর থামেননি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com