ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ভারতীয় বোর্ডের দাবি নাকচ করলো বিসিবি

খেলা | ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫০

অনলাইন ডেস্ক


আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় আসরটি ভারতকে আয়োজন করার অনুরোধ করেছে বিসিবি, দাবি করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তবে এমন কিছু করা হয়নি বলা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জয় শাহের মন্তব্য, ‘তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি। তখন (অক্টোবরে) মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই—এমন ধারণা আমি দিতে চাই না।’ এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করিনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।’

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com