ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি ঘোষণা, অষ্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

খেলা | ১৮ আগস্ট ২০২৪, রবিবার, ৬:৪৫

অনলাইন ডেস্ক


২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। যদিও এখনো কয়েকটি দল বাছাই পর্ব পেরিয়ে আসার অপেক্ষায় আছে। বাংলাদেশের মেয়েরা পড়েছে শক্তির বিচারে এগিয়ে থাকা অষ্ট্রেলিয়ার সঙ্গে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রোববার এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। আগামী বছরের ১৮ই জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। বাংলাদেশের মেয়েরা আছেন ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। গ্রুপের আরেকটি দল এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে উঠে আসবে। মালয়েশিয়ার সেলানগর, জোহর ও সারাওয়াক শহরের ৪টি স্টেডিয়ামে হবে ৪১ ম্যাচ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com