ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

উপদেষ্টাকে কোন ভূমিকায় বিসিবি ঘুরিয়ে দেখালেন তামিম, জানেন না সিইও

খেলা | ১৯ আগস্ট ২০২৪, সোমবার, ৫:১৬

অনলাইন ডেস্ক


শুরুতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম ইকবাল। এর কিছুক্ষণ পরই সেখানে পৌছান ক্রীড়া উপেদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান তামিম। তবে তামিম কোনো ভূমিকায় উপদেষ্টাকে বিসিবি ঘুরিয়ে দেখান সেটা বলতে পারেননি বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরেও দেখতে যান উপদেষ্টা। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও ও সিইও। এরপর পরবর্তীতে একাডেমি ভবনেও সব ঘুরে দেখেন তারা। উপদেষ্টা যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তামিমের থাকা নিয়ে তিনি বলেন, 'শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোনো ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারবো না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সাথে ছিল আর কি।'

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com