
১৬ রানেই ৩ উইকেট নেই পাকিস্তানের, শূন্য রানে আউট বাবর আজম
খেলা | ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৬:২১
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ১৬ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। অবশ্য সায়েম আইয়ুব ও সৌদ শাকিলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাগতিকরা। পার করেছে ৫০ এর ঘর। ১৬ ওভার শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ৫৭।
এর আগে শরীফুল ইসলামের বলে শূন্য রানে আউট হন বাবর আজম। শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন আবদুল্লাহ শফিককে (২)। এরপরই জোড়া আঘাত শরীফুল ইসলামের। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের (৬) পর তারকা ব্যাটসম্যান বাবর আজম (০) দুজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
সাড়ে ৩টায় খেলা শুরু, প্রথম দিন হবে ৪৮ ওভারের
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে। আম্পায়াররা সর্বশেষ মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা থেকে প্রথম দিনের খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। দিনের বাকি সময় ৪৮ ওভার খেলা হবে।