ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের

খেলা | ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৩৫

অনলাইন ডেস্ক


রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। মিরাজ ২১ রানে ৪টি ৪৪ রানে সাকিব নেন তিন উইকেট। মাত্র ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের দুই ব্যাটার জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদমান ৯ রানে ও জাকির ১৫ রানে অপরাজিত থাকেন। এর আগে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মুশফিকুর রহীমের ১৯১ রানের উপর ভর করে ৫৬৫ রান করে বাংলাদেশ। এদিন রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য পান তরুণ পেসার হাসান মাহমুদ। এরপরই শরীফুল ইসলামের বলে বাবরের কঠিন ক্যাচ ফেলেন লিটন কুমার দাস। জীবন পেলেও বাবর টিকতে পারেননি। ২২ রান করে নাহিদ রানার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে যান। পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সৌদ শাকিলকে (০) স্টাম্পড করেন লিটন দাস। এরপর ৩৩তম ওভারে সাকিবের বলেই সাদমানের তালুবন্দি হন ৩৭ রান করা ওপেনার আব্দুল্লাহ শফিক। ১০৪ রানে নেই ৫ উইকেট।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com