ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সাকিবের শাস্তি, বাংলাদেশের জরিমানা

খেলা | ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ৭:৪৬

অনলাইন ডেস্ক


পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক জয়ের পরও দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশকে। স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও হাতছাড়া হয়েছে টাইগারদের। পয়েন্ট জরিমানা হয়েছে পাকিস্তানেরও। একই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারায় সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আইসিসি। জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সাকিব আল হাসানের নামের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্লো ওভাররেটের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনায় ধাক্কা খেয়েছে। স্বাগতিক পাকিস্তান এই টেস্টের সময় স্লো ওভার রেটের জন্য ৬ পয়েন্ট হারিয়েছে। আর বাংলাদেশ হারিয়েছে ৩ পয়েন্ট। ফলে বাংলাদেশ ২৪ থেকে ২১ পয়েন্টে নেমে গেছে। এর আগে তালিকার পাঁচে থাকা শ্রীলঙ্কার সমান ছিল বাংলাদেশের পয়েন্ট। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার নিয়ে দুই দলেরই পয়েন্ট ছিল ২৪। পয়েন্ট কেটে নেওয়া ছাড়াও পাকিস্তানকে তাদের ম্যাচ ফির ৩০% এবং বাংলাদেশকে ১৫% জরিমানা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com