
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ‘এই জয় শহীদদের জন্য বন্যার্তদের জন্য’
খেলা | ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৫
অনলাইন ডেস্ক
রেফারি জাফরান মোহাম্মদ শেষ বাঁশি বাজানোর পরেই টেন্টের ফুটবলাররা মাঠে ঢুকে পড়েন। ললিতপুরের আনফা কমপ্লেক্স মাঠে লাল-সবুজের পতাকা বিছিয়ে কুর্নিশ করেন মিরাজুল, পিয়াস, সিয়ামরা। এরপর কোচ মারুফুল হককে শূন্যে উঁচিয়ে উল্লাস করেন তারা। নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ট্রফি উৎসর্গ করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি। বন্যার্ত মানুষের মুখে হাসি ফোটাতেও তাদের এই ট্রফি জয় বলে জানান কেউ কেউ।
দুই গোল করে ও রাব্বী হোসেন রাহুলের গোলে অবদান রাখা মিরাজুল ইসলাম যেমন বললেন, তারা নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য খেলেছেন। এই তরুণ ফরোয়ার্ড হেরে যাওয়া নেপালের প্রশংসাও করতে ভোলেননি। ম্যাচ শেষে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহ সাহায্য করেছেন, নইলে পারতাম না। নেপাল ভালো খেলেছে, নেপাল দলেও অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু ভাগ্য ওদের পক্ষে ছিল না। আমাদের পক্ষে ছিল।’ টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, সত্য কথা বলতে, এখানে আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল ফাইনালে খেলা। আমাদের দেশে এখন খারাপ অবস্থা, অনেককিছু হয়েছে, বন্যা চলছে, এই পুরো খেলাটা আমরা বাংলাদেশের মানুষের জন্য খেলেছি।