
টেস্ট থেকে দূরে কেন রশিদ খান
খেলা | ৩১ আগস্ট ২০২৪, শনিবার, ৮:০৮
অনলাইন ডেস্ক
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে দেখা মেলে না আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খানের। আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানরা। এই সিরিজে রশিদ ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সেটা তো হচ্ছেই না বরং ফিজিওর পরামর্শে চলতি বছর তার লাল বলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শুক্রবার আরও অন্তত তিন মাস রশিদকে টেস্টে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টে রশিদের খেলা নিয়েও সংশয় আছে।
ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ থেকে ১৩ই সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। এই টেস্ট সামনে রেখে কাল ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে এসিবি। যেখানে নেই রশিদ খানের নাম। বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান গতকাল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘রশিদ খানের পিঠে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে এক বছর বড় দৈর্ঘ্যর ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে।’
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, আফগানিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা স্পাগিজা ক্রিকেট লীগ খেলার সময় আবার চোটে পড়েছেন রশিদ।