
লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়ে সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন টেন হাগ
খেলা | ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৫:৩৪
অনলাইন ডেস্ক
মৌসুমের শুরুর তিন ম্যাচের দু’টিতেই হার ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রোববার ৩-০ গোলে হারলো এরিক টেন হাগের দল। এরপরই এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন দলটির কোচ এরিক টেন হাগ। কেন বারবার ম্যানইউ ভুল করছে এই প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন টেন হাগ। বলেন, ‘আমাকে ব্যাখ্যা করে বলেন কোন ভুলের কথা বলছেন।’ এমনকি তিনি আরো বলেন, ‘আমি তো হ্যারি পটার নই যে জাদুবলে দল দ্রুত বদলে দেবো।’ তবে মৌসুমের শেষ দিকে ইউনাইটেড ট্রফি হাতে তোলার বড় সুযোগ তৈরি করতে পারবে বলে বিশ্বাস তার।
রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে টেন হাগ যে একাদশ নামান, তাতে ছয়জনই তার সই করানো। লিভারপুলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দর্শকদের সামনে নতুন খেলোয়াড় উরুগুয়ের মানুয়েল উগার্তেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে মাঠে ফল অনুকূলে না থাকায় ইউনাইটেড সমর্থকেরা কোচের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রিমিয়ার লীগের তৃতীয় রাউন্ড শেষে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে। লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর ইউনাইটেডের নেতিবাচক ফল নিয়ে জিজ্ঞেস করা হলে কিছুটা বিরক্ত হয়েই উত্তর দেন টেন হাগ। কেউ যেন তার কাছ থেকে জাদুকরী ফল আশা না করেন, সে কথা বলতে গিয়ে জনপ্রিয় কাল্পনিক চরিত্র হ্যারি পটারের তুলনা টানেন এই ডাচ কোচ।