ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

পাকিস্তানে ঐতিহাসিক সাফল্যের পর ভারতে আরও ভালো কিছুর আশায় শান্ত

খেলা | ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১:০০

অনলাইন ডেস্ক


অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ভাগ্যকে সুপ্রসন্নই বলতে হবে। অল্প কয়দিনেই তার অধীনে স্মরণীয় সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে ও টেস্ট জয়র। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেও প্রথম টেস্ট জয়- প্রত্যেকটাতেই অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার তার অধীনে পাকিস্তানে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরের সিরিজ ভারতের মাটিতে। সেখানেও আরও ভালো কিছুর আশা করছেন টাইগার অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টে বাংলাদেশের সম্বল ছিল স্রেফ একটি ড্র। হারতে হয় বাকি ১২ টেস্টেই। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে জয় ছিল না কোনো সংস্করণেই। যদিও সিরিজ শুরুর আগে শান্ত বলেছিলেন রেকর্ড বদলাতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com