ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

রানে ফিরতে বাবরকে বিয়ের পরামর্শ বাসিত আলীর

খেলা | ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:২১

অনলাইন ডেস্ক


ব্যাট হাতে রান খরায় ভুগছেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। শেষ ১৬ টেস্ট ইনিংসে নেই কোনো ফিফটি। ২৯ বছর বয়সী এই ব্যাটার টেস্টে সর্বশেষ ফিফটি পেয়েছেন ২০২২ সালের ডিসেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সদ্য হোয়াইটওয়াশ হওয়া সিরিজেও তার ব্যাট হাসেনি। বাবরের ক্যারিয়ার যখন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন তাকে ফর্মে ফিরতে বিয়ে করার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ধবলধোলাই হওয়া সিরিজে বাবর ৪ ইনিংসে মাত্র ১৬ গড়ে করেছেন ৬৪ রান। শরীফুল ইসলাম ও নাহিদ রানার গতি কিংবা সাকিব আল হাসানের ঘূর্ণি-সবকিছুতেই ভুগেছেন তিনি। শুধু টেস্ট নয়, অন্যান্য ফরম্যাটেও একই অবস্থা বাবরের। পাকিস্তানের ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক বাবর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ৩৫ ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। বাবরের সামনে এখন আরও কঠিন পরীক্ষা। আগামী মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ইংল্যান্ড দলের। ইংলিশদের বিপক্ষে ২০২২ সালে ৩–০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com