ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

জাতীয় সঙ্গীত গাইতে চান না নতুন ইংলিশ কোচ লি কার্সলি, কিন্তু কেন

খেলা | ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৮:৩০

অনলাইন ডেস্ক


গ্যারেথ সাউথগেটের পর ইংল্যান্ডের অন্তর্বর্তী কোচ হয়েছেন লি কার্সলি। তবে তার শুরুটা হলো বিতর্ককে সঙ্গী করে। খেলার আগে জাতীয় সঙ্গীতের সময় ঠোঁট বন্ধ করে রাখবেন বলে জানিয়েছেন তিনি। ফলে সমর্থকদের তোপের মুখে পড়েন ইংল্যান্ডের নতুন কোচ। ডাবলিনে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো থ্রি লায়ন্সের কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর কথা লি কার্সলির। এর আগেই নিজের সঙ্গী করেন বিতর্ক। গোল ডট কম জানাচ্ছে, ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কার্সলি সোজাসাপ্টা বলে দেন, জাতীয় সঙ্গীত গাইতে ইচ্ছুক নন তিনি। এতে খেলার ব্যাপারে তার ভাবনায় ব্যাঘাত ঘটে। ৫০ বছর বয়সী কার্সলি জাতীয় সঙ্গীত না গাওয়ার ব্যাপারে বলেন, খেলার আগে তার মনোযোগ জাতীয় সংগীতের দিকে থাকে না। তিনি কিক-অফের আগে জাতীয় সঙ্গীতে অংশ নেবেন না। এই সিদ্ধান্তটি সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তবে এটি কার্সলির জন্য নতুন কিছু নয়। বার্মিংহামে জন্মগ্রহণকারী এই কোচ ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দল পরিচালনা করার সময়ও জাতীয় সঙ্গীত গাইতেন না।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com