ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

শ্রীলঙ্কায় বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

খেলা | ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৫:৪৪

অনলাইন ডেস্ক


বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ‘এ’ দলের। গত মাসে পুরুষ দল পাকিস্তান সফরে গিয়ে বৃষ্টি বাধায় পড়ে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচই ভেসে যায় বৃষ্টিতে। এবার শ্রীলঙ্কা সফর করা বাংলাদেশ নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডেও পরিত্যক্ত হলো বৃষ্টিতেও। আজ পানাগোডার আর্মি গ্রাউন্ডসে সিরিজের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা নারী 'এ' দলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী 'এ' দলের। তবে টানা বৃষ্টি হওয়ার কারণে টসও হয়নি। এরপর দুপুরের পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। কলম্বোর থ্রুস্টানে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচটি হবে মঙ্গলবার। ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com