ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

দাবা অলিম্পিয়াডে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা

খেলা | ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২:২৪

অনলাইন ডেস্ক


দুই বছর আগে চেন্নাইতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে অংশ নিয়েছেন তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। গত ৫ই জুলাই দাবা খেলতে খেলতেই দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়া। সেই শূন্যতা নিয়েই তার ছেলে তাহসিন এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছেন হাঙ্গেরীর বুদাপেস্টে। তার সঙ্গে হাঙ্গেরী যাচ্ছেন মনন রেজা নীড়, নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজিব ও ফাহাদ রহমান। নারী দলে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফার সঙ্গে আছেন জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও রানী হামিদ। বাংলাদেশের নারী দাবায় ওয়ালিজা আহমেদ উঠতি তারকা। বিগত দুই অলিম্পিয়াডেও তিনি বাংলাদেশ দলে ছিলেন। কিন্তু খেলা হয়নি। এবার বোনের সঙ্গে অলিম্পিয়াডে যাচ্ছেন তিনি। এনিয়ে ওয়ালিজা বলেন, ‘২০২০ সালে করোনার জন্য অলিম্পিয়াড হয়নি। ২০২২ সালে পরীক্ষার জন্য খেলতে পারিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com