
বাস্তবতা আর চ্যালেঞ্জ জেনেও শান্তর বড় স্বপ্ন
খেলা | ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৭:৪০
অনলাইন ডেস্ক
ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। তবে প্রতিপক্ষ ভারত আর লড়াইটা তাদের মাটিতে করতে হবে। যেখানে এখন পর্যন্ত সাদা পোশাকে টাইগাররা কোনো জয়ের দেখা পায়নি। শুধু কি তাই এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি ১৩ টেস্ট ম্যাচের ১০টিতে হেরেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ক্রিকেটের অভিজাত ফরম্যাটে দুটি দলের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগাররা। তাদের মধ্যে ভারত একটি। সান্ত্বনা বলতে গেলে নিজেদের দেশের মাটিতে মাত্র দুটি ম্যাচে ড্র। যেখানে কিনা নিজেদের চেয়ে বৃষ্টির অবদানই বেশি। গতকাল বৃষ্টিস্নাত দিনে নতুন স্বপ্ন নিয়ে ভারত সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগার অধিনায়ক বাস্তবতা ভালোভাবেই জানেন যে প্রতিপক্ষকে তারা হারাতে চাইছেন এত সহজ নয়। কিন্তু অসম্ভব তো নয়! সবেমাত্র পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। সেই অনুপ্রেরণায়ই এবার ভারতকে হারানোর মূল মন্ত্র টাইগার অধিনায়কের কাছে। গতকাল দুুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। ১৯শে সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে। এই ম্যাচ দিয়েই ৫ বছর পর ভারতে টেস্ট মিশন শুরু করবে টাইগাররা। দেশ ছাড়ার আগে এই সিরিজ নিয়ে অবশ্য প্রত্যাশার সঙ্গে বাস্তবতা নিয়েও কথা বলেছেন শান্ত। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
বাস্তবতা আর চাওয়া!
শান্ত: এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেই আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।