আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে: ফারুক
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৬
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র। যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। কিন্তু আমাদের প্রিয় নেতা ড. ইউনূসের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছন। আপনার যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে কোনো দিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।