ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

গাজীপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ

রাজনীতি | ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৫:১৪

অনলাইন ডেস্ক


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে। যত তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে জনগণের ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা একটি বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ দেখতে চাই। কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই যাতে সজাগ থাকি। আজ আওয়ামী লীগ কোথায় পালিয়েছে, কিন্তু তারা এখনো ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি। শিল্প এলাকায় তাদের লোকজন অশান্তি সৃষ্টি করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা সজাগ থাকবেন। আমরা হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছি। ঐক্যবদ্ধ হয়ে সবাই আপনাদের পাশে দাঁড়াবে। তিনি গতকাল বিকালে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। সভায় জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি’র কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম রতন, বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা সেফাউল হক, বিএনপি নেতা মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, শওকত হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। শেখ হাসিনা মনে করেছিল নির্যাতন-নিপীড়ন করে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবে। তারা অনিয়ম-দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কতো টাকা পাচার করেছে, চুরি করেছে তা আপনারা দেখছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com