ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার

গোপালগঞ্জে তিন উপজেলা ও ২ পৌরসভায় বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ

রাজনীতি | ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৫

গোপালগঞ্জ প্রতিনিধি


গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা, মুকসুদপুর উপজেলা ও পৌরসভা এবং কাশিয়ানী উপজেলা বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। কাউন্সিল ছাড়াই কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান একক ক্ষমতাবলে ওই ৫ উপজেলা ও পৌরসভায় ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ করা হয়। অবিলম্বে কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাদের দিয়ে নতুন করে কমিটি করার দাবি জানানো হয়। বৃহস্পতিবার ১৯শে জুন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এমন অভিযোগ করে চিঠি দিয়েছেন গোপালগঞ্জের বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর দেয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্যা, যুগ্ম সম্পাদক এসএম সুমনসহ ১৯ জন নেতা। এছাড়া চিঠির অনুলিপি দেয়া হয়েছে- বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খোন্দকার মাশুকুর রহমানকে। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২২শে জুন গোপালগঞ্জ জেলা বিএনপি’র ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা বিএনপি ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা কমিটি অনুমোদন দেয় এবং ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা কমিটি করার জন্য নির্দেশ প্রদান করেন। গোপালগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব এম মুসুর আলী ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করায় জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান তার একক স্বাক্ষরে গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা, কাশিয়ানী উপজেলা, মকসুদপুর উপজেলা ও পৌরসভা কমিটি কাউন্সিল না করে পকেট কমিটি অনুমোদন দেন, যেটা বিএনপি গঠনতন্ত্র পরিপন্থি। গত ২রা জুন কেন্দ্র থেকে কাউন্সিলের মাধ্যমে আগামী ৫ই জুলাই জেলা কাউন্সিল করার জন্য নির্দেশ প্রদান করেন। ৫ই জুলাই কেন্দ্র ঘোষিত গোপালগঞ্জ জেলা বিএনপি কাউন্সিলের যে তারিখ নির্ধারণ করা হয়েছে তা বন্ধ করে এহেন কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া, একই সঙ্গে গোপালগঞ্জ জেলা কমিটিসহ উপরোক্ত উপজেলা ও পৌর কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের দিয়ে নতুন করে কমিটি করার দাবি জানান তারা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com