
উপজেলা নির্বাচন চরফ্যাশনে প্রস্তুত ১৩১ কেন্দ্র, ৩৬ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
রাজনীতি | ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৮:৩৭
অনলাইন ডেস্ক
বুধবার চতুর্থ ধাপে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে উপজেলার ২১টি ইউনিয়নে ১৩১টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন ২১ জন ম্যাজিস্ট্রেট। এছাড়াও ২ প্লাটুন র্যাব, ৮ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন আনসার ভিডিপি টহলে থাকবেন।
উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ৩টি ইউনিয়ন কুকরি মুকরি, ঢালচর এবং মুজিব নগরে ৩ প্লাটুন কোস্টগার্ড দায়িত্ব পালন করবেন। চরফ্যাশনের ৪টি থানার পুলিশের পাশাপাশি ভোলা থেকে অতিরিক্ত আরও ৩শ’ পুলিশ আনা হয়েছে। কেন্দ্রগুলোতে প্রয়োজন সংখ্যক পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এজন্য পুরো উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলার ১৩১টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৯শ’ ৫১ জন।