
বাজেট নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন রোববার
রাজনীতি | ৮ জুন ২০২৪, শনিবার, ৯:২৪
অনলাইন ডেস্ক
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি।এদিন বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এতে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন।