
গণসংহতি আন্দোলনের প্রতিক্রিয়া বাজেটে সরকার স্বীকার করেছে দেশ অর্থনৈতিক সংকটের মুখে
রাজনীতি | ১০ জুন ২০২৪, সোমবার, ৮:২২
অনলাইন ডেস্ক
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকার স্বীকার করল যে দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। এ প্রসঙ্গে দলটি বলছে, এই সংকট আসলে এবছর বা একদিনে তৈরি হয়নি, বহুদিন থেকেই এই সংকট তৈরি হচ্ছে। বহুদিন থেকে সেই সংকট অস্বীকার করে যেভাবে অর্থনীতি চালানো হয়েছে তারই পরিণামে এই সংকট আরো গভীর হয়েছে। সরকার ঋণ করে মেগা প্রকল্প চালু করে দফায় দফায় খরচ বাড়িয়ে সেসব প্রকল্প শেষ করার মাধ্যমে দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছে। এবারের বাজেটের সবচাইতে বড় খাত হচ্ছে এই সমস্ত ঋণের সুদ পরিশোধের খাত। সোমবার রাজধানীর হাতিপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের বাজেট প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দরা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, এবারের বাজেটেও ফ্ল্যাট ১৫% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার ব্যাখ্যায় বলেছেন যে, অনেকেই তাদের বৈধ টাকা প্রদর্শন না করায় তাদের টাকা কালো টাকায় পরিণত হয়েছে। সেটাকেই সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। আর এই বাজেটের একটি ঘোষিত লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। প্রথমত মূল্যস্ফীতির হিসেবেই রয়েছে ঘাপলা।