ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

অপারেশন থিয়েটারে খালেদা জিয়া

রাজনীতি | ২৩ জুন ২০২৪, রবিবার, ৯:০১

অনলাইন ডেস্ক


হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক রোববার বলেন, গতকাল রাতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাঁর শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com