ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বিরোধী দলের রাজনীতি বাংলাদেশ ও ভারতের তুলনামূলক বিশ্লেষণ

রাজনীতি | ২৬ জুন ২০২৪, বুধবার, ৬:৪৭

অনলাইন ডেস্ক


বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সুপরিচিত। কিছুদিন আগেই দেশটিতে সাত দফায় অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ী হয়ে সরকার গঠন করে। নির্বাচনে বিজয়ী হয়ে এনডিএ জোটের সরকার গঠন আপাতদৃষ্টিতে খুব স্বাভাবিক ঘটনা মনে হলেও এর প্রভাব ভারতীয় রাজনীতিতে তো বটেই সার্বিক গণতান্ত্রিক চর্চায় এই নির্বাচনের ফলাফলের তাৎপর্য অত্যন্ত গভীর এবং এর অভিঘাত দীর্ঘদিন থাকবে বলেই আশা করা যায়। এই রচনার অভিমুখ মূলত দুই দিকে- একদিকে ভারতীয় রাজনীতির গতি-প্রকৃতির সংক্ষিপ্ত আলোচনা অন্যদিকে বাংলাদেশের বিরোধী দলের রাজনীতির গতিপথ বিশ্লেষণ। কংগ্রেসের হালহকিকত (২০১৪-২০২৪): ভারতের শতবর্ষের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস, দল ও দেশের দায়িত্ব দীর্ঘ সময়ের জন্য ছিল নেহরু-গান্ধী পরিবারের হাতেই। এর মাঝে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর হাত ধরে তা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর মধ্যদিয়ে তা বেশ কিছু সময়ের জন্য এই নেহরু-গান্ধী পরিবারের নেতৃত্বের পরম্পরায় ছেদ পড়ে এবং এমনকি এসময় প্রথমবারের মতো হিন্দুত্ববাদী দল বিজেপি অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বে সরকার গঠন করে। যদিও, ২০০৪ সালে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট সরকার গঠন করে এবং দলের নেতৃত্বে পুনরায় সোনিয়া গান্ধীর হাত ধরে গান্ধী পরিবার আসীন হয়। এরপর, ২০১৪ সালের নির্বাচনে, কংগ্রেসের দুর্নীতি এবং মোদির গুজরাট মডেলের জোয়ারে বিজেপি সরকার গঠন করে এসময় ইউপিএ জোট জয়লাভ করে ৬০টি আসনে। এরমধ্যে কংগ্রেস জয়লাভ করে ৪৪টি আসনে। পরবর্তীতে ২০১৯ সালের নির্বাচনে জাতীয়তাবাদের প্রভাবে বিজেপি পুনরায় সরকার গঠন করে এবং ইউপিএ জোট জয়লাভ করে ৯১টি আসনে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com