ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে সমাবেশের ডাক গণতন্ত্র মঞ্চের

রাজনীতি | ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৩

অনলাইন ডেস্ক


প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তিগুলো সার্বভৌমত্ব বিরোধী এবং অসম চুক্তি বলে আখ্যায়িত করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৫ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই কর্মসূচি ঘোষণা করেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ‘ভারতের সাথে অসম চুক্তি ও সমঝোতা স্মারক এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া’ জানাতে এই সংবাদ সম্মেলেনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সংবাদগ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ভারতের সঙ্গে হওয়া এসব চুক্তির কোনটাই বাংলাদেশকে লাভবান করবে না। বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে। বাংলাদেশের জনগণ কোনভাবেই নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারেনা। ইন্ডিয়ান রাষ্ট্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায়। কারণ দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু ভারত তা হতে দিতে চায় না। এজন্যই তারা সার্ককে পরিকল্পিতভাবে অকার্যকর করে রেখেছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com