
অছাত্র, চাকরিজীবী, নিষ্ক্রিয়দের নিয়ে ছাত্রদলের কমিটি
রাজনীতি | ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৮:৪৯
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ১৫ জুন। কমিটিতে ৩২ নম্বর সহ-সভাপতি পদে মো. জুয়েল মৃধা নামে একজনকে পদায়ন করা হয়। কিন্তু এই নেতার এসএসসি সেশন ১৯৯৮–৯৯ সাল। জন্ম ১৯৮৫ সালের ১৮ অক্টোবর। অর্থাৎ, বর্তমানে তার বয়স ৩৮ বছর ৮ মাস। যদিও ২০১৯ সালে ছাত্রদলের সম্মেলনের সময় বলা হয়েছিল ২০০০ সালের আগে যাদের এসএসসি, তারা ছাত্রদলের পদ পাবেন না। শুধু জুয়েল মৃধাই নন, কমিটিতে জায়গা পাওয়া আরও অনেক নেতার বিষয়ে রয়েছে নানা বিতর্ক।
এই কমিটিতে সংগঠনটির শীর্ষ দুই নেতার পছন্দের লোকজনদের স্থান দিতে গিয়ে পরীক্ষিত ও মামলায় জর্জরিত শতাধিক যোগ্য ও ত্যাগী পদপ্রত্যাশীর স্থান হয়নি বলে অভিযোগ উঠছে। সংগঠনে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, বিতর্কিত, চাকরিজীবী এবং অছাত্রদেরও কমিটিতে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে মাঠ পর্যায়ের কর্মীদের ও পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর অভিযোগও দিয়েছেন তারা। এতে তারা পদ পাওয়া বিভিন্ন নেতার ‘তথ্য–প্রমাণ’ সংযুক্ত করেছেন।