
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে বিরোধী নেতাদের মিলনমেলা
রাজনীতি | ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৮:৫৯
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পুনর্মিলনীতে বিভিন্ন দলের পক্ষ থেকে ফুল দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে গত দুই দশকের আন্দোলন-সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভূমিকার কথা উঠে আসে। আগামী দিনগুলোতেও পার্টি মানুষের অধিকার আর মুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। পুনর্মিলনীতে অতিথিদের স্বাগত জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পার্টির রাজনৈতিক পরিষদের নেতারা।