ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বিএনপি’র সমাবেশে মির্জা ফখরুল খালেদা জিয়াকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন

রাজনীতি | ২৯ জুন ২০২৪, শনিবার, ৮:৫৪

অনলাইন ডেস্ক


দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ থেকে সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনরত রাজনৈতিক দল এবং জোটগুলোকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, সংগ্রাম এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও তীব্র করারও ঘোষণা দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বেগম খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র চিন্তা করতে পারি না। মিথ্যা মামলায় ৬ বছর কারাগারে আাটক আছেন তিনি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্ত করুন। অন্যথায় আপনাদেরকে (সরকার) যেকোন পরিণতির জন্য তৈরী থাকতে হবে। শনিবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে 'দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন। বিকাল পৌনে ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। এই সমাবেশের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে ৬ বছর কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com