ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের বিবৃতি

রাজনীতি | ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৮:৫৯

অনলাইন ডেস্ক


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানায় সাদা দল। এতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং আবদুস সালাম। বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাবনতির ফলে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ভর্তি হওয়ার সংবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তাকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com