
কর্মসূচি প্রণয়নে সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক
রাজনীতি | ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩৪
অনলাইন ডেস্ক
যুগপৎ আন্দোলনের আগামীদিনের কর্মসূচি সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে এনডিএম এবং গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এই তিনটি বৈঠকেই বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি, অনেকের প্রশ্ন থাকে যে কর্মসূচি আবার কবে হবে। আন্দোলন কবে শুরু হবে। একটা জিনিস পরিষ্কার করার দরকার যে, আন্দোলন চলমান আছে। ওই ২০ থেকে ৩০ লক্ষ লোকের জনসভা আপনি (সরকার) গুলি করে, টিয়ার গ্যাস মেরে, গ্রেনেড মেরে পণ্ড করে দিয়ে যদি করেন যে, আন্দোলন শেষ হয়ে গেছে- আন্দোলন শেষ হয়নি। আজকে আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। জনগণ আরও দৃঢ়চিত্রে এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে।