ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে: সেলিমা রহমান

রাজনীতি | ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৪:৩৬

অনলাইন ডেস্ক


আজ দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শনিবার জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে 'ভারতের সাথে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে। আমারা এক অনিশ্চয়তার দিকে ছুটে চলছি। দেশের মানুষ ধুঁকে ধুঁকে মরছে। জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। ছাত্র-শ্রমিক, নারী-পুরুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সমস্ত দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, শুধুু কিছু রাজাকার ছাড়া। দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর হলো। আমাদের যে চাওয়া ছিল, আমাদের যে পাওয়া ছিলো, তা আমরা পায়নি। বাংলাদেশের ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, এই মুহূর্তে তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com