
সরকারের হাত থেকে দেশ রক্ষা করাটাই চ্যালেঞ্জ: আব্বাস
রাজনীতি | ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৪:৩৮
অনলাইন ডেস্ক
সরকারের হাত থেকে দেশকে রক্ষা করাটাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আংশিক কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আব্বাস। পাশাপাশি তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন তারা।
বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ কী-এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কিছুই থাকবে না। সুতরাং এ হায়েনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছি। সবাই শপথ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে যায়। তিনি এখন মারাত্মক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যা করা দরকার মহানগর বিএনপি নেতারা আগামীতে তা করবেন।’
আরেক প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। বিএনপি সমর্থন দিয়েছে বলেই বিষয়টি ধামাচাপা দিতে চায়।