
কোণঠাসা করার রাজনীতিতে বিপদে দল
রাজনীতি | ১৪ জুলাই ২০২৪, রবিবার, ৬:০৭
অনলাইন ডেস্ক
বরিশাল বিএনপিতে কোন্দলের মহামারি। ওয়ার্ড থেকে জেলা-বিভাগের সবখানেই নেতাকর্মীর মধ্যে বিভক্তি। বিভাগের শীর্ষ তিন নেতার সম্পর্ক ‘সাপে-নেউলে’। একজন ডানে গেলে, সে পথ মাড়ান না অন্যজন। কেউ বাঁয়ে গেলে, আরেকজন যান ডানে। কোণঠাসা করতে গিয়ে নেতারা দলকেই বিপদে ফেলেছেন। এরই প্রভাবে কোন্দল তৃণমূল পর্যন্ত বিস্তৃতি পেয়েছে। দানা বাঁধেনি সরকারবিরোধী আন্দোলন।
২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে বিভাগের সাংগঠনিক সম্পাদক হন বিলকিস জাহান শিরীন। আর সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু। স্থানীয় নেতাকর্মীরা জানান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শুরু থেকেই ব্যস্ত ‘মাই ম্যান’ তৈরিতে। এজন্য জনপ্রিয়, ত্যাগী ও যোগ্যদের কোণঠাসা করতেও দ্বিধা করেননি। টাকার বিনিময়ে কমিটি গঠন করে অযোগ্যদের জায়গা দিয়েছেন। এরই খেসারত দিচ্ছে পুরো দল। ২৮ অক্টোবর পরবর্তী সরকারবিরোধী আন্দোলনে বরিশাল বিভাগের কোথাও দাঁড়াতে পারেনি বিএনপি।