
অধিকার চাইলেই বলবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি: আমীর খসরু
রাজনীতি | ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:২৩
অনলাইন ডেস্ক
কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনি যখন অধিকার চাইবেন, যখনই দেশের অধিকার চাইবেন- তখন কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এগুলোকে মূলধন করে অনেকদিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই।
গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণ-অধিকার পরিষদের (কর্নেল মশিউজ্জামান) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
গত ১১ই জুলাই গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, ১২ই জুলাই এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ লেবার পার্টি এবং ১৩ই জুলাই গণ-অধিকার পরিষদের (নুর), ১৪ই জুলাই ১২ দলীয় জোটের সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার, কে বলেছে, কে বলেছে-স্বৈরাচার স্বৈরাচার’। অর্ধেক স্লোগান দিয়ে তো হবে না। পুরো স্লোগান দিতে হবে। পুরো স্লোগান যদি মাথায় রাখেন, আমার মনে হয়- এখানে কেউ কোনো সমস্যা দেখতে পাচ্ছে না। আর নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য নয়। তারা সেই কথাই বোঝানোর চেষ্টা করছে। এ সমস্ত কথা বলে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেয়া যাবে না।