ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

চট্টগ্রামে যুবলীগ নেতার বাসায় গিয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক লাঞ্ছিত

রাজনীতি | ১৭ আগস্ট ২০২৪, শনিবার, ১০:০৪

অনলাইন ডেস্ক


যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আলোচিত ব্যবসায়ী নিয়াজ মোরশেদ এলিটের বাসায় বৈঠক করতে গিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য গোলাম আকবর খোন্দকার। পরে সেনাবাহিনীর একটি টিম এসে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে। শনিবার দুপুরে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে নিয়াজ মোরশেদ এলিটের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোলাম আকবর খোন্দকারকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এলিট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের পরিচালক ও চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম নিয়ন্ত্রক। তার বাবা মনিরুল ইসলাম ইউসুফ বিএনপি’র উত্তর জেলা কমিটির সাবেক সদস্য। এছাড়া তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি। জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম আকবর দলের কয়কজন নেতাকর্মী নিয়ে এলিটের বাড়িতে যান। সেসময় এলিটের পাশাপাশি তার বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম ইউসুফও ছিলেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বিএনপি’র নেতাকর্মীর ওই বাড়ি ঘেরাও করেন। এরমধ্যে তাদের সঙ্গে গোলাম আকবর খোন্দকারের বাকবিতণ্ডা হয়।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com