ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কিছু ব্যক্তি বিজয়কে নস্যাৎ করে দিতে ষড়যন্ত্র করছে: ফখরুল

রাজনীতি | ১৯ আগস্ট ২০২৪, সোমবার, ৫:১৯

অনলাইন ডেস্ক


কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে-সেই বিজয়কে আমরা সুসংহত করবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দ যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দি হয়েছেন, তাদের মুক্তি হয়েছে। কিছু মুক্তি পেয়েছেন, আর কিছু বাকি আছে। আমরা সবার মুক্তির ব্যবস্থা করছি। মির্জা ফখরুল বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ধরনের সমর্থন জানাচ্ছি।’

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com