ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের

রাজনীতি | ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:১০

অনলাইন ডেস্ক


সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমীর ফেনী জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েও বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মু. ফখরুদ্দিন মানিক এবং জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com