
কক্সবাজারে সালাহউদ্দিনকে বরণে নেতাকর্মীদের ঢল
রাজনীতি | ২৮ আগস্ট ২০২৪, বুধবার, ৭:০৯
অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষা শেষে একদশক পর নিজ জন্মভূমি কক্সবাজারের মাটিতে পা রাখলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এসময় প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুরো বিমানবন্দর এলাকা ও বিমানবন্দর সড়ক জনসমুদ্রে পরিণত হয়। এ সময় শহীদ স্মরণী, থানা রোড, বিমানবন্দর সড়ক, ঝাউতলা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সময় বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে পড়ে বিমানবন্দর সড়ক। কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত দেখা গেছে নেতাকর্মীদের। বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও কক্সবাজার থেকে চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
এসময় বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানান। পরে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন।