
শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কী করেন, প্রশ্ন রিজভীর
রাজনীতি | ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৫:৩৬
অনলাইন ডেস্ক
শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কী করেন বলে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের মাঝে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তা।
রুহুল কবির রিজভী বলেন, হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। তারা সেখানে কী করেন? কোথায় চাকরি করেন? কী তাদের টাকার উৎস? কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছেন। কোথায় পেয়েছেন সে টাকা? আর ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করা হয়েছে হাজারো ছাত্র-জনতাকে। আইনশৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা বলেছিলেন, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, গুলি করো। আমি তোমাদের প্রোটেকশন দিব। তাই আইনশৃঙ্খলা বাহিনী নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে।