ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত চলছে:ফারুক

রাজনীতি | ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০১

অনলাইন ডেস্ক


অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র শীর্ষক’ এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদের রক্তের গন্ধ এখনো শুকায়নি, এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের অশান্তিতে রাখার আলামত আমরা দেখতে পাচ্ছি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারকে এখনো রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। এখনো শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। এই মহানগরে এখনো অনেক অসৎ পুলিশ কর্মকর্তারা বহাল তবিয়তে। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, এদের যদি আইনের আওতায় না নিয়ে আসেন মানুষ হতাশ হবে। মানুষ কষ্ট পাবে। তিনি বলেন, খুনি হাসিনার ক্ষমা নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে তাদের মধ্যে যারা এখনো বহাল তবিয়তে আছে, কার কাছে আছে জানি না- তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com